সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ মে, ২০১৬ ১৪:৪৫

ষোলোতেই পাইলট এই কিশোরী

ইনি আয়েষা আজিজ। ভারতের সবথেকে কমবয়সী পাইলট, যিনি মাত্র ১৬ বছর বয়সেই পেয়েছেন বিমান চালানোর লাইসেন্স।

ayesha-1-775x400

 

২০১৩ সালে হাই স্কুলের পাঠ শেষ করে ফ্লাইং স্কুলে যাওয়া শুরু করেন মুম্বইয়ের বাসিন্দা আয়েষা।

ayesha-2-775x400

১৬ বছরেই পেয়ে যান লাইসেন্স। নাসাতে যাওয়ারও সুযোগ হয়েছে তাঁর।

ayesha-4-775x400

সুনীতা উইলিয়ামস্-এর সঙ্গে দেখা করেন তিনি। তিনি বলেন, সুনীতাই তাঁর অনুপ্রেরণা।

শুধু আকাশে ওড়ার স্বপ্নই নয়, একটি বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করেন তিনি।

সূত্র: এবিপি আনন্দ।

আপনার মন্তব্য

আলোচিত