সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন, ২০১৬ ২১:১০

হিন্দুদের পুরুষত্ব বাড়ানোর তাগাদা দিলেন হিন্দু নেতা

হিন্দু পুরুষদের পুরুষত্বহীনতা দিন দিন বেড়ে চলেছে। আর নিজেদের পুরুষত্ব বৃদ্ধির জন্য তাদের বাড়িতে বসে ঈশ্বরের উপাসনা করার উপদেশ দিয়েছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।

শুক্রবার গুজরাট রাজ্যের ভারুচ জেলার জাম্বুসার এলাকায় একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ এই নেতা। মুসলিম সম্প্রদায়ের মানুষদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে হিন্দু দম্পতিদের বেশি সন্তানের জন্ম দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

তার মতে, মুসলিমদের ‘লাভ জেহাদ’ এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে হিন্দুদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর পুরুষত্বহীনতার কারণ হিসেবে তিনি হিন্দু পুরুষদের ধূমপানকেই দায়ী করেছেন।

এই সমস্যা সমাধানের জন্য নিজের তৈরি একটি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তোগাড়িয়া। ৬০০ টাকা বাজারমূল্যের ওই ওষুধটি জাম্বুসারে ৫০০ টাকায় দেবেন বলে জানিয়েছেন তিনি। সন্তান উৎপাদনের জন্য তার ওষুধটি নিয়মিত সেবনের পরামর্শ দিয়েছেন প্রবীণ তোগাড়িয়া।

আপনার মন্তব্য

আলোচিত