সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ জুন, ২০১৬ ২৩:৩৪

ইফতারের আগে খাওয়ায় বৃদ্ধকে পেটালো পুলিশ

ইফতারের আগে খাদ্যগ্রহণ করায় এক বৃদ্ধ হিন্দু ধর্মাবলম্বীকে বেধড়ক পিটিয়েছে পাকিস্তানের এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে দেশটির সিন্ধু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে।

সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার হায়াত পিতাফি গ্রামের গোকূল দাস শুক্রবার একটি অনুষ্ঠানে পাওয়া বিরিয়ানি খাচ্ছিলেন। তখনো ইফতারের সময় হয়নি। বৃদ্ধ লোকটি সবার সামনে খাওয়ায় এক পুলিশ কনস্টেবল ও তার ভাই তাকে বেধড়ক মারধর করেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোকূল দাস ইফতারির কিছুক্ষণ আগে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। আর এজন্য কনস্টেবল আলি হাসান হাইদ্রানি ও তার ভাই মীর হাসান বৃদ্ধকে বেধড়ক পেটায়। হাইদ্রানি ছুটিতে তার গ্রামে (ঘটনাস্থল) এসেছিলেন বলে জানা গেছে। 

পুলিশ কর্মকর্তারা আরো জানিয়েছেন, বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় ফেলে ওই কনস্টেবল ও তার ভাই চলে যান। পরে বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বৃদ্ধকে পেটানো দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কনস্টেবলের ভাই মীর হাসানকে আটক করা হয়েছে।

জানা গেছে, কনস্টেবল হাইদ্রানিকে পালিয়ে যেতে স্থানীয় পুলিশ সহায়তা করেছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

 

আপনার মন্তব্য

আলোচিত