সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ জুন, ২০১৬ ০২:১৩

ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে হামলার ‘দায় স্বীকার’ আইএসের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অর‍ল্যান্ডো শহরে 'পালস' নামের সমকামী নৈশক্লাব হামলার দায় স্বীকার করেছে উগ্র ধর্মীয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্সের।

রোববার এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা এখন ৫০-এ উঠেছে। শহরের মেয়র এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন আহতের সংখ্যা অন্তত ৫৩। হামলাকার ঐ বন্দুকধারীর নাম ওমর মতিন। সে আফগান বংশোদ্ভুত মার্কিন নাগরিক। পরিবার থেকে ব্যক্তিগত ক্রোধে এই হামলা চালানোর ধারনা করলেও আইএসের দায় স্বীকারের পর এটি পরিকল্পিত জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।

নাইন/ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, “আমেরিকার ফ্লোরিডা স্টেটে গে নাইট ক্লাব লক্ষ্য করে সশস্ত্র হামলা, যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে তা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।”

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

পরে হামলাকারীর পরিচয় সনাক্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকার বাসিন্দা ওমর সিদ্দিক মতিন (২৯) এই হামলা চালান।

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে এর আগে দুই দফায় এফবিআইয়ের তদন্তের মুখে পড়া মতিন হামলার সময় যুক্তরাষ্ট্র পুলিশে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে মতিনের বাবা মীর সিদ্দিক বলেছেন, ধর্মীয় কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি মনে করেন না।

একে ‘সন্ত্রাস ও বিদ্বেষের কাজ’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শোক ও ক্ষোভ প্রকাশ এবং ‘আমাদের জনগণকে রক্ষার জন্য সমাধান আনতে’ আমেরিকানরা ঐক্যবদ্ধ।

আপনার মন্তব্য

আলোচিত