সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৬ ২১:৪০

যুক্তরাষ্ট্রের মুসলমানদের উদ্বিগ্ন না হওয়ার আহবান

অরল্যান্ডোতে বন্দুকধারীর হামলায় অর্ধশতাধিক নিহত হওয়ার ঘটনায় বিদ্বেষ বা আতংক না ছড়ানোর আহবান জানিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ, মত ও পথের মানুষের মধ্যে ঐক্য অটুট রাখার আহবান জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটি কপোরেশনের সভায়।

যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের মতো নিউ ইয়র্কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অরল্যান্ডোতে হামলায় অর্ধশতাধিক নিহত হওয়ার ঘটনার পর একদিকে বাড়তি, অন্যদিকে শোক প্রকাশ চলছে কুইন্স, ম্যানহাটনসহ নিউ ইয়র্কের নানা প্রান্তে। এ ঘটনাকে কেন্দ্র করে যেন বিদ্বেষ বা অভিবাসী মুসলিমদের মধ্যে আতংক না ছড়ায় সেজন্য সিটি কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্নস্থানে আয়োজন করা হয় মতবিনিময়ের।

বাংলাদেশী প্রধান জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর অফিসের উদ্যোগে আয়োজিত সভায় ঐক্য ধরে রাখার আহবান জানান নিউ ইয়র্কের স্পিকার মেরিসা মাক বিভোরিটা, কাউন্সিলর ড্যানিঢেল ড্রম, সিটি কম্পট্রলার স্টক স্ট্রিংগারসহ যুক্তরাষ্ট্রের মূলধারা ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতারা।

নিউ ইয়র্কের মুসলিমদের আতংকিত না হওয়ারও পরামর্শ দেন নিউ ইয়র্ক সিটির কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত