সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ জুন, ২০১৬ ০০:৩৭

ফ্লোরিডায় নৈশক্লাবে হামলায় ওবামা জড়িত, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের নৈশ্যক্লাবে নৃশংস সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের সাথে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জড়িত বলে মন্তব্য করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে  রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার(১৪ জুন) সকালে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্সনিউজকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ করেন।

দেশটিতে ২০০৭ সালের পর সবচেয়ে বড় এই হত্যাযজ্ঞে ওবামা প্রশাসনের ব্যর্থতা দায়ী বলেও মন্তব্য করেছেন ওবামাদের প্রতিপক্ষ এই রাজনীতিক।

ট্রাম্প বলেন, দেখুন, আমরা এমন একজন মানুষের নেতৃত্বে পরিচালিত হচ্ছি, যিনি বলিষ্ঠ ও স্মার্ট নন কিংবা তার মনে রয়েছে অন্যকিছু, মানুষ এটি বিশ্বাস করতে পারে না।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ওবামা যেভাবে কাজ করছেন, মানুষ তা বিশ্বাস করতে পারে না। এমনকি তিনি মৌলবাদী ইসলামি সন্ত্রাসের কথাও কখনো মুখে আনেন না। এতে কিছু একটা হচ্ছে।

সাক্ষাৎকারে রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী ওরল্যান্ডোর সমকামী ক্লাবে হামলার ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে ওবামার পদত্যাগ দাবি করেন।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে ফ্লোরিডার পালস নাইটক্লাবে বন্দুক হামলায় ৫০ জন নিহতও ৫৩ জন আহত হয়েছেন। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, বন্দুকধারীর কাছে রাইফেল, পিস্তল এবং অন্যান্য ডিভাইস ছিল। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি মারা যান। তিন ঘণ্টা পর ভোর ৫টার দিকে ওরল্যান্ডোর ‘পালস ক্লাবে’ অভিযান চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে পুলিশ। হামলার সাথে জড়িত ওমর মতিন নামক যুবক পুলিশের গুলিতে ঘটনার পর নিহত হয়। এই ঘটনায় দায় স্বীকার করে বার্তা দিয়েছে আইএস। তবে আইএস এর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বারাক ওবামা।

আপনার মন্তব্য

আলোচিত