সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুন, ২০১৬ ২৩:০০

ভেনেজুয়েলায় খাদ্য লুটের সময় গ্রেফতার ৪০০

ভেনেজুয়েলায় খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে অনেকেই লুট ও দাঙ্গার সঙ্গে জড়িয়ে পড়ছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভেনেজুয়েলা পুলিশ কমপক্ষে ৪০০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
 
স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, উপকূলীয় শহর কোমানার শতাধিক দোকানে হামলা করা হয়। এ ঘটনায় একজন প্রাণও হারিয়েছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলায় বর্তমানে মূল্যস্ফীতির হার ১৮০ শতাংশ। ভর্তুকিপ্রাপ্ত খাবার সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নাগরিকদের। খাদ্যদ্রব্যের এ সংকটের জন্য বিরোধী রাজনীতিবিদরা সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন।

দেশটিতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় ওষুধের সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে সাধারণ মানুষ ক্রমে অসহিষ্ণু হয়ে পড়ছে। প্রতিদিনই এখানে ১০ বার লুটের ঘটনা ঘটছে। সরকারপক্ষের অনেকেই সাধারণ মানুষকে উসকে দেয়ার অভিযোগ তুলছে বিরোধী দলগুলোর প্রতি।

আপনার মন্তব্য

আলোচিত