ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ জুন, ২০১৬ ২৩:২০

লিবিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে লিবিয়ায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের অবস্থাও আশংকাজনক।

বুধবার রাতে আল জাওয়াইয়া শহরের অদূরে মুত্রুত এলাকায় এ ঘটনা ঘটে বলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।

সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশীরা হলেন- পিরোজপুর জেলার মটবাড়িয়া ভিটাখালী ইউনিয়নের মোস্তফা, বেলাল হোসেন ও হানিফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার চুন্নু মিয়া ও দুলাল।

জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা মাত্র সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রুমে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হতাহতদের শরীর আগুনে ঝলসে যায়। পরে অন্য শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন।

অগ্নিদগ্ধদের অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ত্রিপলি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা, বেলাল হোসেন ও হানিফ মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত