সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ জুন, ২০১৬ ২১:৫৯

মাটির নিচে ১৪ বছর লুকিয়ে থাকা আসামি অবশেষে গ্রেপ্তার

ফৌজদারি মামলায় গত ১৪ বছর ধরে তাকে খুঁজছিল ভারতীয় পুলিশ। কিন্ত তিনি হঠাৎই লাপাত্তা হয়ে যান। বছর দশেক আগে তার স্ত্রী থানায় নিখোঁজ হয়ে যাওয়ার ডায়েরি করেছিলেন। অভিযোগে জানানো হয়েছিল, কেউ হয়তো তাকে অপহরণ করেছে।

কিন্তু সেই ‘তিনি’ যে নিজের বাড়িতেই ছিলেন, সেটা বুঝতে পুলিশের ১৪ বছর লেগে গেল! অবশ্য ঠিক বাড়িতে ছিলেন না। মাটির নিচে জলের ট্যাঙ্কে থাকতেন তিনি!

ভারতের রাজস্থান রাজ্যের বিকানেরের পুলিশ জলের ট্যাঙ্ক থেকেই গ্রেপ্তার করেছে তাকে। আসামীর নাম উদারাম মেঘওয়াল। বহু খুঁজেও যে কেন পাওয়া যায় নি তাকে, সেটা ধরা পড়ার পরে নিজেই পুলিশের কাছে স্বীকার করেছেন উদারাম।

ছাতারগড় থানার অফিসার হংসরাজ লুনা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “উদারাম বলছেন তিনি দিনের বেলায় মাটির নিচের জলের ট্যাঙ্কে থাকতেন, আর রাতে ঘরে ঢুকে যেতেন। ট্যাঙ্কের মধ্যেই থাকার ঘরও বানিয়ে নিয়েছিলেন তিনি। আমরা সেজন্যই বার বার তার বাড়িতে তল্লাশি চালিয়েও ধরতে পারতাম না তাকে।“

ধরা পড়ার দিনও উদারামের বাড়িতে পুলিশ গিয়েছিল। তাদের কাছে খবর ছিল যে তিনি বাড়িতেই আছেন। শেষমেষ জলের ট্যাঙ্কের দিকে নজর পড়ে পুলিশের। সেখানে নিজের থাকার ঘরেই লুকিয়ে ছিলেন উদারাম।

১৪ বছরের পাতালবাস শেষ হয়েছে উদারামের। তার এখন হাজতবাস শুরু হয়েছে। সূত্রঃ বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত