সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জুন, ২০১৬ ১১:০২

মাঝপথে ট্রেন থামিয়ে প্রসব

ফাইল ছবি

প্ল্যাটফর্ম থেকে তখন মাত্র ৩০ মিনিট দূরে হায়দরাবাদ ডেকান এক্সপ্রেস। আচমকাই প্রসব বেদনা শুরু হল এক মহিলার। ট্রেনেই জন্ম দিলেন এক সন্তানের। 
  
শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 
  
শুধু সেই মহিলা এবং সন্তানের চিকিৎসার জন্য দূরপাল্লার ট্রেনকে স্টেশনে দাঁড় করিয়ে রাখা হল ১০ মিনিট। ওই স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর কথাই ছিল না। ঘটনাটি ঘটেছে শনিবার ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বীণা স্টেশনে। 
  
এ কাজের জন্য রেলের পক্ষে নগদ ৫০০০ টাকা পুরস্কারও পেয়েছেন বীণার স্টেশনমাস্টার মহেন্দ্র সিংহ। 
  
রেল সূত্রের খবর, এক দম্পতি এই ট্রেনে যাচ্ছিলেন। ২৪ বছর বয়সী সবিতা অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝ রাস্তাতেই তার হঠাৎ প্রসবযন্ত্রণা শুরু হয়। খবর পেয়ে ট্রেনে উপস্থিত কর্মচারীরা তার কাছে চলে আসেন।

কিন্তু ট্রেনে কোনো চিকিৎসকের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তী স্টেশনে পৌঁছতেও অনেকটা সময় লাগত। তখনই বীণা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেন রেল কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত