সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ আগস্ট, ২০১৬ ১৩:৩৪

নিমগাছের মগডালে রাতভর জাপানি যুবক, নাজেহাল পুলিশ

কলকাতায় বেড়াতে এসে নিমগাছের মগডালে উঠে রাতভর বসে থাকলেন এক জাপানি যুবক।  তাঁকে নামাতে সারারাত হিমশিম খেত হল পুলিশ ও দমকলকে৷

কলকাতার তপসিয়া থানা এলাকার ক্রিস্টোফার রোডে রাত ১০টায় চড়ে বসেন ২৪-এর ওই জাপানি যুবক। তাঁর কীর্তি দেখতে গাছের নীচে তখন ভিড় জমিয়েছে আমজনতা। খবর পেয়ে পুলিশ, দমকল, দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালান কিন্তু ভাষাগত সমস্যায় তাতে বিঘ্ন ঘটে। শেষমেশ নিয়ে আসা হয় এক দোভাষীকে৷

ওই যুবকের দাবি, সপ্তাহখানেক আগে জাপান থেকে ভারতে আসেন তিনি৷ কিন্তু পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি হারিয়ে ফেলেছেন তিনি৷ রাতভর ভোগান্তির পর মঙ্গলবার সকালে ডাল কেটে তাঁকে নামানোর চেষ্টা শুরু হলে, গাছ থেকে ঝাঁপ মারেন ওই যুবক৷ পাশের একটি জলাশয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে জাপান দূতাবাসেও৷




আপনার মন্তব্য

আলোচিত