সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ০৮:৫৩

হিলারির বিরুদ্ধে নিহত সেনাদের পরিবারের মামলা

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কম্পাউন্ডে হামলায় ২ নিহত দুই মার্কিন সেনার পরিবার মামলা করেছে।

গত সোমবার (০৮ আগস্ট) ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি করেন নিহত সেনা সিন স্মিথের মা প্যাট্রিসিয়া স্মিথ এবং অপর সেনা টাইরন উডসের বাবা চার্লস উডস।

মামলায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের কারণে স্মিথ ও উডস বেনগাজিতে হামলার শিকার হন।

২০১২ জঙ্গিদের বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কমপাউন্ডে হামলা চালায় জঙ্গিরা। এতে সেদেশের মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন ও তিন মার্কিন সেনা নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত