সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ আগস্ট, ২০১৬ ১৯:১৫

মৃত গরুর পেটে মিলল ৪৫ কেজি ওজনের প্লাস্টিক!

ভারতের কর্ণাটকের চিক্কামরলু জেলায় মিলল মৃত অদ্ভুত একটি গরুটির খোঁজ। মৃত গরুটির পেট থেকে বের হলো ৪৫ কেজি ওজনের প্লাস্টিক এবং এর মণ্ড।

স্থানীয় সূত্রের বরাতে ডেকান ক্রনিক্যাল জানায়, সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গরুটি মারা যায়। দুর্ঘটনায় ওই গরুটির পেটের কিছু অংশ কেটে যায়। এবং সেখান থেকে পলিথিনের মণ্ড বেরিয়ে আসতে থাকে। এর পর গরুটির ময়নাতদন্ত করার পরামর্শ দেন স্থানীয় পশুচিকিৎসক।

পরে স্থানীয় পশু হাসপাতালে গরুর ময়নাতদন্তের পর পেট থেকে ৪৫ কেজি প্লাস্টিক এবং প্লাস্টিকের মণ্ড বের করে আনা হয়। আর দুর্ঘটনার পর ওই গরুর ওজন মাপা হয়েছিল ৮৮ কেজি।

এ ঘটনার পর গরুর পেটে প্লাস্টিক কীভাবে এলো, সেটি নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চিক্কামরলু জেলার পশুসম্পদ কর্মকর্তা রাজৈর ঠাকুর জানান, ধারণা করা হচ্ছে, মৃত গরুটি চড়ে বেড়ানোর সময় রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক খেত। সেগুলোই পেটের ভেতর জমে মণ্ড তৈরি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত