সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৩

আজ বিশ্ব সাক্ষরতা দিবস

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ।  ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’ এবারের প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেয়া সার্বিক কর্মসূচির সাফল্য কামনা করেন। 

উল্লেখ্য, এ বছর বিশ্বব্যাপি আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত