আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৭

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি ক্লিনটন

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তার ব্যক্তিগত চিকিৎসক লিসা বারড্যাক তথ্যটি নিশ্চিত করেছেন।

হিলারি রোববার নিউইয়র্কে নাইন ইলেভেন হামলার ১৫ বছর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার পর অতিরিক্ত গরম আর পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন।

পরে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।

বারড্যাক এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, হিলারি কয়েকদিন ধরেই অ্যালার্জি-ঘটিত কাশিতে ভুগছিলেন। টানা কাশি থাকায় শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে নিউমোনিয়া ধরা পড়ে।

তবে এখন হিলারি ক্লিনটন সুস্থ হয়ে উঠছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তার চিকিৎসক।

নির্বাচনী প্রচারণার কাজে আজ সোমবার স্থানীয় সময় সকালে ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা ছিল হিলারির। কিন্তু ডাক্তারের নির্দেশে বিশ্রামের জন্য দু’দিনের সফরটি আপাতত বাতিল করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত