সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৬ ২১:২৫

ফেসবুকে প্রেম, অতঃপর জানলেন প্রেমিক আইএস জঙ্গি!

ভারভারা কারাওলোভা

ফেসবুকে পরিচয়, পরিচয় থেকে প্রেম। সেই প্রেমের টানে নিজের ঘর ছাড়লেন প্রেমিকা। আর এরপর জানলেন, তাঁর প্রেমিক একজন আইএস জঙ্গি!

প্রেমিকের কাছে যাওয়া তো হলোই না, উল্টো জঙ্গির সঙ্গে যোগসূত্রের অভিযোগে তরুণীকে দাঁড়াতে হলো আদালতের কাঠগড়ায়।

এই প্রেমিকা রুশ তরুণীটির নাম ভারভারা কারাওলোভা (২০)। প্রেমিকের কাছে যাওয়ার বদলে তিনি এখন আদালতের কাঠগড়ায়। আর তাঁর প্রেমিক এখন সিরিয়ায়। তিনি সেখানে সিরিয়ার বিরুদ্ধে আইএসের হয়ে লড়ছেন।

কারাওলোভা মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রী। তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই রায় ঘোষণা করবে রাশিয়ার আদালত।

আদালতে কারাওলোভা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। এরপর ভালো লাগা থেকে ভালোবাসা। তাঁর প্রেমিক বিভিন্ন নাম ব্যবহার করতেন। কখনো ভ্লাদ, কখনো আরতুর সোকোলোভ, আবার কখনো আদম। পরে জানা যায়, তাঁর প্রকৃত নাম আইরাত সামাতোভ।

নিজেকে নির্দোষ দাবি করে কারাওলোভা আরো বলেন, তিনি শুধু ভালোবেসেছেন। যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না। শুধু ভালোবাসার মানুষটির সঙ্গে থাকতে চেয়েছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, রাশিয়ার এই নাগরিক সিরিয়ায় আইএস যোদ্ধা হিসেবে লড়ছেন।

সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে সিরিয়ান প্রেসিডেন্ট বাশারের পক্ষে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সমাজকে একটি সতর্কবার্তা দিতে কর্তৃপক্ষ এই তরুণীর বিচার করছে বলে মনে করা হচ্ছে।

কারাওলোভার বিচারের বিরোধীতা করে তাঁর আইনজীবী সার্গে বাদামশিন এএফপিকে বলেন, যেখানে আমাদের দেশে সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরও কোনো শাস্তি পেতে হয় না, সেখানে এ ধরনের বিচার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

কারাওলোভা গত বছরের ২৭ মে নিখোঁজ হন। এরপর তাঁর বাবা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে তুরস্কে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন নারী। তাঁরা তুর্কি সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন।

তবে সিরিয়ায় আর যাওয়া হয়নি কারাওলোভার। ধরা পড়ার পর তাঁকে ফিরিয়ে আনা হয় রাশিয়ায়।

আপনার মন্তব্য

আলোচিত