সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৬ ১৩:১০

কলকাতার রাস্তায় পাওয়া গেলো টাকা ভর্তি বস্তা

ভারত সরকার কর্তৃক নোট নিষিদ্ধের পর এবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের অন্যতম অভিজাত এলাকা গলফ গ্রিনের কাছে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির নোটের দু’টি বস্তা। আনুমানিক মোট অর্থের পরিমাণ এক কোটি রুপি।

রোববার (১৩ নভেম্বর) ভোরে স্থানীয়রা বস্তা দু’টি পড়ে থাকতে দেখেন। পরে বস্তাগুলোর ভেতর থেকে ৫০০ এবং ১০০০ রুপির নোট উদ্ধার করা হয়।

নোট ভর্তি বস্তা পড়ে থাকার খবর পেয়ে দরিদ্র বস্তিবাসীরা তা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। কারণ ‍আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এগুলো বদলি করা যাবে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে যাদবপুর থানা কিছু ছেঁড়া টাকার বস্তা উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তায় বেশিরভাগ নোট কাঁচি দিয়ে কেটে দুই টুকরো করা। নোটগুলো আসল না নকল তা পরীক্ষা করে দেখবে পুলিশ।

ভারতের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনার খবর শোনা গেলেও কলকাতায় এটিই প্রথম। এর আগে পুনেতে একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক হাজার রুপির নোট ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেন এক বয়স্ক নারী পরিচ্ছন্নতাকর্মী।

আপনার মন্তব্য

আলোচিত