সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ নভেম্বর, ২০১৬ ১২:৩২

ভারতীয় ড্রোন ভূপাতিত, দাবি পাকিস্তানের

ভারতের একটি গুপ্তচর ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের বিমানবাহিনী।

টুইটার বার্তায় এ দাবি করেছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া।

পাকিস্তানের পত্রিকা ডনের অনলাইনে রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আসিম বাজওয়া জানান, ভারতের ড্রোনটি পাকিস্তানের আকাশসীমার ৬০ মিটার ভেতরে প্রবেশ করে। এরপর রাখছকরি সেক্টরের আগাহি পোস্ট এলাকা থেকে ড্রোনটি ভূপাতিত করে পাকিস্তানের বিমানবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, আকাশসীমায় প্রবেশ করায় এর আগেও ভারতের গুপ্তচর ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনারা।

২০০২ সালে দেশটির কাসুর থেকে একটি গুপ্তচর ড্রোনকে ভূপাতিত করা হয়। ওই ড্রোনটি ভারত থেকে প্রবেশ করলেও ইসরায়েল থেকে পরিচালিত হয়েছিল।

মূলত গুপ্তচর ড্রোন বা কুয়াডকপ্টার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের সেনাবাহিনী আকাশ থেকে ছবি ও তথ্য সংগ্রহ করে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত