আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৫ ১২:৩৪

নেপালে ধ্বংসস্তূপের ভিতর থেকে ৪ মাস বয়সী শিশু উদ্ধার

নেপালে মাত্র ৪ মাস বয়সী একটি শিশুকে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ব্যাপারটা অনেকটা অলৌকিক ঘটানার মতই।

অবশ্য বাচ্চাটিকে উদ্ধারের প্রাথমিক উদ্যোগ অল্পের জন্য ভেস্তে যেতে বসেছিলো। কারণ যে ধ্বংসস্তুপে শিশুটি ছিল, নেপালী সেনারা সেখানে আর কোনো আটকে পড়া মানুষ নেই ভেবে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু কিছুসময় পর ঐ স্থানে বাচ্চার কান্না শুনে সেনারা আবার সেখানে ফিরে যান এবং বাচ্চাটিকে সফলভাবে উদ্ধার করেন।

সিএনএন জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় শিশুটির অবস্থা স্থিতিশীল ছিলো। শক্ত কোনো আঘাতও লাগেনি শিশুটির।

নেপালে অবস্থানরত সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রজার হক্সান বলেন, এ ভূমিকম্পে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।এপর্যন্ত পাওয়া হিসেবে অন্তত ১০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত