সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৭ ২২:৪৬

প্যারিসে অরলি বিমানবন্দরে গুলিতে নিহত ১

ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি বিমানবন্দরে এক সৈন্যের অস্ত্র ছিনিয়ে নেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার প্যারিসের অরলি বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এতে বলা হয়, ফ্রান্সের রাজধানীর দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার পরপরই লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের দুটি টার্মিনালই বন্ধ করে দেওয়া হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে-হেনরি ব্রান্ডেট বলেন, 'নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে এক ব্যক্তি এক সৈন্যের অস্ত্র নিয়ে বিমানবন্দরের একটি দোকানে লুকিয়ে ছিল।'

এ ঘটনায় কেউ আহত হয়নি— উল্লেখ করে তিনি জানান, নিহত ব্যক্তির কাছে কোনো বিস্ফোরক ছিল কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে।

পিয়েরে-হেনরি ব্রান্ডেট আরও জানান, ঘটনার পর বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। তবে অপর টার্মিনালে থাকা লোকজন কার্যত 'অবরুদ্ধ' হয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত