সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ মার্চ, ২০১৭ ১৪:২০

লন্ডনে হামলার ঘটনায় ৭ সন্দেহভাজন আটক

ব্রিটেনের পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে সেখানকার পুলিশ।

বুধবার (২২ মার্চ) এ হামলা সংঘটিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ কর্মকর্তা মার্ক রোলি জানান, ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে হামলা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে মনে করছে লন্ডন পুলিশ।

উল্লেখ্য, বুধবারের ওই হামলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা, এক নারী ও হামলাকারীসহ ৬ জন। হামলাকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যসহ তার গাড়িচাপায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ওই হামলাকারী ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় কয়েকজন পথচারীকে চাপা দেয়। পরে তার গাড়িটি হাউস অব কমন্সের সীমানাঘেঁষা রেলিংয়ে আঘাত হানে।

এর পরপরই ওয়েস্টমিনস্টার ব্রিজে বেশ কয়েকজন আহত লোককে পড়ে থাকতে দেখা যায়। হামলার পর হাউস অব কমন্সের অধিবেশন স্থগিত করা হয় ও পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়। এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে লন্ডন পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত