সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ এপ্রিল, ২০১৭ ১২:৫৩

কলম্বিয়ার ফের বন্যা-ভূমিধসে নিহত ১৭

কলম্বিয়ায় দ্বিতীয়বারের মতো বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) রেড ক্রসের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে একটি ভূমিধসের ঘটনায় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। ভয়াবহ ওই শোক কাটিয়ে উঠতে না উঠতেই দেশটিতে আবারো বন্যা-ভূমিধসের ঘটনা ঘটল।

রাজধানী বোগোতার পশ্চিমে ক্যালডাস প্রদেশের রাজধানী মানিজালেসের এ ঘটনায় আরো সাতজন নিখোঁজ রয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির সরকার।

রেড ক্রসের কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের পর ধসে পড়া কাদা ও পাথরের স্রোতে শহরটির বেশ কয়েকটি আবাসিক এলাকা চাপা পড়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শহরটির অন্তত ৫৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক রাতে শহরটিতে এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

গত মাসের শেষের দিকে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় দক্ষিণাঞ্চলীয় মোকোয়া শহরে শতাধিক শিশুসহ কমপক্ষে ৩২৩ জনের মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য জরুরি বিভাগের কর্মকর্তা এবং পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ।

আপনার মন্তব্য

আলোচিত