সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ এপ্রিল, ২০১৭ ১০:২৫

প্যারিসে পুলিশ হত্যায় দায় স্বীকার আইএসের

ফ্রান্সের প্যারিসে গুলি করে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বৃহস্পতিবার রাতে বিখ্যাত আভন্যু দে শঁজেলিজে এ ঘটনার পর হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে বিবিসির খবর।

আইএসের মুখপত্র আমাকে বলেছে, ওই হামলাকারী তাদের যোদ্ধা এবং তার নাম আবু-ইউসুফ আল-বালজিকি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলন্দও বলেছেন, এটি যে জঙ্গিদের কাজ, সে বিষয়ে তিনি নিশ্চিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে অঁরি ব্রান্ড জানান, রাত ৯টার দিকে একটি গাড়ি ওই রাস্তায় একটি পুলিশ বাসের পাশে আসে দাঁড়ায় এবং সেখান থেকে নেমে এসে এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে বাসে গুলি চালায়।

একজন পুলিশ সদস্যকে হত্যার পর অন্যদের দিকে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে ওই হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে তার মৃত্যু হয় বলে মুখপাত্র জানান।

আপনার মন্তব্য

আলোচিত