সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ আগস্ট, ২০১৭ ১১:০২

যেখানে টয়লেটের মধ্যেই চলে পড়ুয়াদের পাঠদান

সাধারণত শিক্ষার্থীদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান দেওয়া হয়। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের নিমুচ জেলায় হদিশ মিলল এমন এক বিদ্যালয় যেখানে নেই কোনও শ্রেণীকক্ষে। বর্তমানে টয়লেটের মধ্যেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।

২০১২ সালে প্রতিষ্ঠিত মধ্যপ্রদেশের নিমুচ জেলার প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়।  বর্তমানে এই বিদ্যালয়ের ছোট টয়লেটের মধ্যেই  চলছে পড়ুয়াদের পাঠদান।

স্থানীয় সূত্রের খবর, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পড় থেকেই ভবন নিয়ে চলছিল বিভিন্ন সমস্যা। তৈরির প্রায় এক বছর পড়ই বিদ্যালয়টির পাঠদান চালানোর জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, রোদ, বৃষ্টি, ঝড়ে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই পড়তে আসছে তাদের সন্তানরা।

সূত্রের খবর, বার বার মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহকে বিদ্যালয়টির এই সমস্যা নিয়ে জানিয়েছেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মন্ত্রীর কাছ থেকে বিশেষ কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানান তিনি। তবে এখনই হাল ছাড়তে নারাজ বিদ্যালয়ের সদস্যরা।

তাদের আশা বিষয়টি নজরে আসতে নিশ্চয় প্রশাসন বিশেষ পদক্ষেপ নেবে বিদ্যালয়টির বিষয়ে।

তথ্যসূত্র: কলকাতা টুয়েন্টিফোর এক্স সেভেন।

আপনার মন্তব্য

আলোচিত