সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ১৭:৩৮

ফ্রান্সের বাস স্টপেজে গাড়ি হামলায় নিহত ১

ফ্রান্সের দুটি পৃথক বাস স্টপেজে অপেক্ষমাণ যাত্রীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেইলে শহরে এ ঘটনা ঘটে।

ভ্যান উঠিয়ে দেয়ার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপি জানায়, একটি দ্রুত গতির গাড়ি প্রথমে মার্সেইলে শহরের ত্রয়োদশ ডিস্ট্রিকের একটি বাস স্টপে একজনকে মারাত্মকভাবে আহত করার পর একাদশ ডিস্ট্রিকের একটি বাস স্টপে আরও একজনকে চাপা দিলে তিনি মারা যান।

ফরাসী সংবাদ চ্যানেল বিএফএমটিভিকে মার্সেইলে শহরের একাদশ ও ত্রয়োদশ ডিস্ট্রিকের মেয়র জুলিয়ান রাভিয়ের জানান, নিহত ব্যক্তি একজন ৪০ বছরের নারী। তিনি একা বাস স্টপে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

বিএফএমটিভির খবরে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী হামলায় ব্যবহৃত ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর টুকে রাখেন। এর সূত্র ধরে মার্সেইলে শহরের পুরাতন পোর্ট ডিস্ট্রিক থেকে গাড়িটির সন্ধান খুঁজে পায় পুলিশ এবং সেখান থেকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত