সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০১৭ ১৩:৪৬

ট্রাম্পের প্রেসিডেন্সি সক্ষমতায় প্রশ্ন জেমস ক্ল্যাপারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেমস ক্ল্যাপার। বুধবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ প্রশ্ন তোলেন।

ক্ল্যাপার বলেন, আসলেই আমার মনে প্রশ্ন জাগে, ট্রাম্প হোয়াইট হাউস চালানোর যোগ্য কিনা এবং তার উদ্দেশ্য কী? এছাড়া দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করায় ট্রাম্পের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন জেমস ক্ল্যাপার। দেশ এভাবে কতদিন চলবে সেটাই ভাবার বিষয় বলেও মন্তব্য করেন ক্ল্যাপার।

গত বছর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করেছিলেন দেশটির সাবেক এ গোয়েন্দা প্রধান । প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাইকেল ফ্লিনের সঙ্গেও তর্কে জড়িয়েছিলেন ক্ল্যাপার।পদত্যাগ করে ক্ল্যাপার বলেছিলেন, ‘পদত্যাগপত্র পেশ করে বেশ ভালো বোধ করছি।’

গোয়েন্দা প্রধান হিসেবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), দ্য ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) যুক্তরাষ্ট্রের ১৭টি আলাদা সংস্থার দেখভাল করতে হয়েছিল ক্ল্যাপারকে।

আপনার মন্তব্য

আলোচিত