সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৫৭

মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩, সুনামির আশঙ্কা

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরাষ্ট্রমন্ত্রী। জারি করা হয়েছে ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো পিজিজিয়াপান থেকে ৮৭ কিলোমিটার দূরে। আর এর গভীরতা ছিলো ৭০ কিলোমিটার।

মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টা রিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  মেক্সিকো সিটিতেও এই ভূমিকম্প ‍অনুভূত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলো অনেক মানুষ। প্রায় এক মিনিট ধরে এই কম্পন ছিলো।

রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এক দর্শনার্থী জানান, ‘আমি পৃথিবীর আর কোথাও এভাবে মাটি কাঁপতে দেখিনি।

এর আগে, ১৯৯৫ ও ১৯৮৫ সালে দুইবার মেক্সিকোয় ৮ মাত্রার একটি শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। এবারের ভূমিকম্পের মাত্রা আরও বেশি ছিলো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার মন্তব্য

আলোচিত