আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০১৫ ১৬:৪৫

সেভ দ্য চিল্ড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেনকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পাক সরকার।

পাকিস্তান সরকারের এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ‘জোড়ালো প্রতিবাদ’ জানিয়েছে সংস্থাটি। তবে বিবিসি বলছে, পাকিস্তান সরকার এখনো এই ঘোষণার ব্যাপারে বিস্তারিত কোনোকিছু জানায়নি।

এরআগে পাকিস্তান এই সংস্থাটিকে ভুয়া টিকাদান কর্মসূচির আড়ালে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অবস্থান চিহ্নিত করার ব্যাপারে সিআইএ-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করে।

কিন্তু সংস্থাটি বরাবরই সিআইএ কিংবা পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। ওই চিকিৎসক টিকাদানের ওই কর্মসূচিটি পরিচালনা করেন।

পাকিস্তানি একজন কর্মকর্তা জানিয়েছেন, “তাদের (সেভ দ্য চিল্ড্রেন) কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা পাকিস্তানের স্বার্থবিরোধী কিছু করেছিল।”

এ ধরনের কোনো পদক্ষেপের নিন্দা জানিয়ে সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, “বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুতর এবং উদ্বেগের।”

তারা আরো জানায়, সংস্থাটির কর্মীরা সবাই পাকিস্তানের নাগরিক।

আপনার মন্তব্য

আলোচিত