আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০১৫ ১৩:৩৩

৪৩০০ জনকে নাগরিকত্ব দিল ভারত

প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা চার হাজার ৩০০ হিন্দু ও শিখ শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছে ভারত। শরণার্থী হিসেবে ভারতে আসা দুই লাখ হিন্দু ও শিখকে নাগরিকত্ব প্রদানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এক বছরে নরেন্দ্র মোদি সরকার তাদেরকে নাগরিকত্ব দিল।
 
কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরে এক হাজার ২৩ শরণার্থীকে এ ধরনের নাগরিকত্ব দেওয়া হয়।
 
বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নীতি হলো- 'ভারত পৃথিবীর সব নির্যাতিত হিন্দুর স্বাভাবিক আবাসস্থল।' লোকসভা নির্বাচনের প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন ঘোষণা দেন। প্রতিবেশি দেশগুলো থেকে আসা হিন্দুরা সেখানে ভারতের নাগরিকদের মতোই আচরণ পাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
 
ভারতীয় কর্মকর্তাদের মতে, 'বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে যাওয়া হিন্দুর সংখ্যা দুই লাখের কাছাকাছি।'
 

নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এসব শরণার্থীকে নাগরিকত্ব প্রদানের পাশাপাশি দীর্ঘমেয়াদে ভিসা দেওয়া হচ্ছে। গত এক বছরে ভারতের মধ্যপ্রদেশ, রাজস্তান ও গুজরাটে ৩৪ হাজার হিন্দু শরণার্থীকে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত