সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৮ ১৮:২৬

ফ্রান্সে ছুরিকাঘাতে মা-বোনকে খুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলীতে এক হামলাকারীর ছুরিকাঘাতে দুজন নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন নিহত দুজন হামলাকারীর মা ও বোন।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে প্যারিসের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ত্রাপ এলাকায় এ ঘটনা ঘটলে পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি।

নিহতরা হামলাকারীর মা ও বোন- এ বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই আইএস এ বিবৃতি দেয়।

টুইটারে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের অভিযান শেষ হয়েছে। হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং (সে) মৃত।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি পুলিশকেও হামলার হুমকি দিচ্ছিল এবং ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল। তবে পুলিশ এ খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

হামলার কারণ কি এবং হামলাকারীর পরিচয় সম্পর্কেও এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য হওয়ায় হামলার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পারিবারিক ঝগড়ার পরিণতিতে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

প্যারিসের ত্রাপ অপরাধ চক্রগুলোর সহিংসতাপ্রবণ এলাকা এবং সেখানে মূলত দরিদ্ররা বাস করে। এ এলাকা থেকে বহু যুবক আইএসে যোগ দিতে সিরিয়ায় গেছে।

প্যারিসে ২০১৫ সালের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্স সবসময় জিহাদি হামলার জন্য সতর্কাবস্থায় রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত