আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০১৮ ১৯:৩২

ইরানে ফ্লাইট বন্ধ করছে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স

ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স বাণিজ্যিক কারণে সেপ্টেম্বর থেকে ইরানে ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) কোম্পানি দুটি এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেওয়ার কয়েক মাসের মধ্যে এ ঘোষণা এল।

ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, তারা লন্ডন-তেহরান ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। কারণ বাণিজ্যিকভাবে এ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। লন্ডন-তেহরান সর্বশেষ ফ্লাইট যাবে ২২ সেপ্টেম্বর এবং তেহরান থেকে লন্ডনে সর্বশেষ ফ্লাইট আসবে ২৩ সেপ্টেম্বর।

এদিকে এয়ার ফ্রান্স প্যারিস-তেহরান ফ্লাইট বন্ধ করে দিচ্ছে ১৮ সেপ্টেম্বর থেকে।

কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন এ রুটে যাত্রী চলাচল কম হওয়ায় ফ্লাইট বাতিল করা হচ্ছে। তিনি বলেন, তেহরানে যাওয়া বিজনেস কাস্টমারদের সংখ্যা কমে আসায় এ রুটে বিমান চলাচল আর লাভজনক হচ্ছে না।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, এ রুটের ব্যাপক চাহিদা থাকায় এয়ারলাইন্সের এমন সিদ্ধান্ত দুঃখজনক।

তবে জার্মানির এয়ারলাইন্স লুফথানসার তেহরানে ফ্লাইট বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি টিকিয়ে রাখার চেষ্টা করছে।

ইরানের ওপর এ মাসে কিছু নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইরানের ওপর এ নিষেধাজ্ঞার প্রভাব কমাতে ইইউ দেশগুলো বৃহস্পতিবারেই তেহরানের জন্য ১ কোটি ৮০ লাখ ইউরো সহায়তা দিতে সম্মত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত