ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ জুলাই, ২০১৫ ১৮:৩৪

গ্রিস সংকট নিয়ে আলোচনা ‘অত্যন্ত কঠিন’ হয়ে উঠেছে

গ্রিসকে ঋণসংকট থেকে টেনে তুলতে আর্থিক সহায়তার একটি চুক্তি করার জন্য ইউরোজোনের অর্থমন্ত্রীদের আলোচনায় মতৈক্যে পৌঁছানো 'অত্যন্ত কঠিন' হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে।

শনিবার ব্রাসেলসে ৯ ঘন্টা ধরে আলোচনা করেও কোন ঐকমত্যে পৌছাতে পারেন নি ইউরোপের অর্থমন্ত্রীরা।

গ্রিক সরকার চাইছে, এখন তাদেরকে প্রায় ৭ হাজার কোটি ইউরো দেয়া হোক। তবে এর বিনিময়ে গ্রিসকে আরো বেশ কিছু সরকারী ব্যয়সংকোচন কর্মসুচি বাস্তবায়ন করতে হবে।

ফিনল্যান্ডের অর্থমন্ত্রী বলেছেন, গ্রিস যে আরো আন্তর্জাতিক অর্থ সহায়তা পাবার শর্তগুলো পূরণ করবে এ ব্যাপারে আরো স্পষ্ট প্রমাণ দরকার। ইউরোজোনের রাষ্ট্রপ্রধানরাও আজ আরো পরের দিকে অর্থমন্ত্রীদের বৈঠকে এসে যোগ দেবেন। গ্রিস সংক্রান্ত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বৈঠক চলবে।

তবে কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে যে ইউরোপীয়ন ইউনিয়নের ২৮টি দেশের সব নেতাদের নিয়ে আজ রোববার যে শীর্ষ বৈঠক হবার কথা ছিল - তা গ্রিস সংকট নিয়ে আলোচনা 'অত্যন্ত কঠিন পর্যায়ে চলে যাওয়ায়' বাতিল করা হয়েছে।

ইউরোজোনের অর্থমন্ত্রীদের আলোচনা অবশ্য চলবে। বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত