আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০১৫ ১২:৫৩

আসামে বন্যা: পানিবন্দি ১৫০ গ্রাম

ভারতের আসামে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন দেড় শতাধিক গ্রামের ৬৫ হাজারের বেশি অধিবাসী।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, রাজ্যের ধেমাজি, লখিমপুর ও সনিতপুর জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এর মধ্যে সনিতপুরেই পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার অধিবাসী। আর লখিমপুরে ১৩ হাজারের বেশি ও ধেমাজিতে কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়া এসব এলাকায় দেড় হাজারের বেশি হেক্টর ফসলি জমি ডুবে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সনিতপুরে সাতটি আশ্রয় ও ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৭ হাজার ৭১২ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এএসডিএমএ আরও জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় বুধবার (১৫ জুলাই) রাত থেকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।

আপনার মন্তব্য

আলোচিত