ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ জুলাই, ২০১৫ ০৩:২৪

শুক্রবার সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ

বৃহস্পতিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (১৭জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

এদিকে ঈদ এবং পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

সূর্য উদয়ের সামান্য পর (ভোর ৫টা ৩৫মিনিটে) রিয়াদে ধীরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ এতে ইমামতি করার কথা রয়েছে।

সৌদি আরবে ইসলামী রীতি অনুযায়ী সূর্য উঠার কিছু সময় পরই মূলত ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ আদায় করার পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরে জিকির-আসগারে মগ্ন থাকেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ৬৫৮টি স্থানে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬২৫টি জামায়াত মসজিদে এবং ৩৩টি উন্মক্ত মাঠে হবে। সৌদি ধর্ম মন্ত্রণালয় এক ঘোষণায় একথা জানিয়েছে।

ঘোষণায় বলা হয়, রিয়াদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত হবে ভোর ৫টা ৩৫ মিনিটে। রিয়াদের সোলেমানিয়া, ধীরা এবং মানফোয়া এলাকায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত