ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ জুলাই, ২০১৫ ১৫:১৬

নিরাপত্তা সম্মেলনে উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণ

দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। দু’দেশের সীমান্তে উত্তেজনা সত্ত্বেও সিউলে সেপ্টেম্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শুক্রবার সামরিক হটলাইনের মাধ্যমে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী বায়েক সিউং জো উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে এ আমন্ত্রণ জানান।

আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তা সহযোগিতা জোরদারে ২০১২ সাল থেকেই প্রতিবছর এ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু উত্তর কোরিয়াকে কখনই আমন্ত্রণ জানানো হয়নি।

এ বছর সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানসহ মোট ৩২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এদিকে আমন্ত্রণের প্রেক্ষিতে উত্তর কোরিয়ার দিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত