ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ জুলাই, ২০১৫ ১৬:৩৩

একশ’ কোটি ডলারের বিমানবন্দরের দাম দশ হাজার ইউরো!

একশ’ কোটি ডলার খরচ করে তৈরি করা বিমানবন্দরের নিলামে দাম উঠেছে মাত্র দশ হাজার ইউরো। ঘটনাটি স্পেনের, লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর নিলামে উঠেল এমন ঘটনা ঘটে।

একশ’ কোটি ডলার খরচ করে তৈরি একটি বিমান বন্দর বিক্রির জন্য নিলামে তোলার পর এর দাম উঠেছে মাত্র দশ হাজার ইউরো। ঋণখেলাপী হওয়ার পর এই বিমানবন্দর নিলামে তোলা হয়।

স্পেনের সিওডাড রিয়েল বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল ইউরোপে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার আগে নির্মাণ শিল্পে যখন রমরমা চলছে সেসময়। কিন্তু বিমানবন্দরটি যথেষ্ট ব্যবসা আকৃষ্ট করতে ব্যর্থ হয়। চার বছর পর লোকসানের মুখে এটি বন্ধ করে দেয়া হয়।

একটি চীনা কোম্পানি এখন এটি কিনে নিতে চায়। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এটিকে একটি গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করতে চায়।

নিলামে তারাই ছিল একমাত্র দরদাতা। কিন্তু নিলামে তিন কোটি ডলারের যে সর্বনিম্ন দর আশা করা হচ্ছিল তাদের দশ হাজার ইউরোর দর তার বহু নীচে।

কিন্তু তারপরও এই চীনা কোম্পানিই শেষ পর্যন্ত বিমানবন্দরটি এই দামে কিনে নিতে পারে যদি আাগামী বিশ দিনের মধ্যে কেউ এর চেয়ে বেশি দর না হাঁকে।

আপনার মন্তব্য

আলোচিত