ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ জুলাই, ২০১৫ ১৪:২৬

লিবিয়ায় তিন খ্রিষ্ট্রধর্ম অনুসারীকে আটকের দাবি আইএসের

লিবিয়ার পূর্বাঞ্চলে আফ্রিকান খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজনকে অপহরণের দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি ওই তিন জনের পাসপোর্টের ছবিও প্রকাশ করেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অপহৃত তিনজন মিশর, নাইজেরিয়া ও ঘানার নাগরিক। তবে ওই নাগরিকদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইএস।

মোহাম্মদ আল হাজাজি নামে লিবিয়ার সামরিক এক কর্মকর্তা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএস’র নিয়ন্ত্রণাধীন সির্তের দক্ষিণপূর্বাঞ্চলীয় নৌফ্লিয়া নামক ছোট একটি শহরে অপহরণের এ ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত