আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৮ ২৩:৩২

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে ২২ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় হেবেইপ্রদেশের ঝাংজিয়াকও শহরে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এ ছাড়া রাসায়নিক কারখানার কাছে অর্ধশত গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে দেশটির দমকল বাহিনী কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত