আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৯ ১১:১৯

ফ্লোরিডার ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

বন্দুকধারী জেফেন জেভেয়ার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে গুলি করে পাঁচজনকে হত্যা করেছে এক বন্দুকধারী।

ফ্লোরিডার সেব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংকের ভেতর থেকে হামলাকারী পরিচয়ে পুলিশের কাছে ফোন করা এক ব্যক্তির বরাতে বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি ফোন করে তাদের বলেন- 'আমি পাঁচজনকে গুলি করে হত্যা করেছি।' এরপরই তারা ঘটনাস্থলে রওনা হয়।

জেফেন জেভেয়ার নামের ২১ বছর বয়সী হামলাকারী ব্যাংকের ভেতর ঢুকে প্রথমে বেষ্টনী গড়ে তোলেন। এরপর সবাইকে শুয়ে পড়তে বলে গুলি ছুড়তে ছোড়েন তিনি।

বিবিসি বলছে, পাঁচজনকে গুলি করে হত্যার পর হামলাকারী আত্মসমর্পণ করেন। হামলার সময় ব্যাংকটিতে মাত্র পাঁচজন ব্যক্তিই অবস্থান করছিলেন। কেন এই হামলার ঘটনা ঘটেছে তা বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় শেরিফ পল ব্ল্যাকম্যান বলেন, আমার চাকরি জীবনে যত ঘটনার সম্মুখীন হয়েছি; তার মধ্যে এটি সবচেয়ে দুর্বিষহ ছিল।

হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন ব্যাংকটি প্রধান নির্বাহী বিল রোজার্স।

আপনার মন্তব্য

আলোচিত