সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৯ ২২:২৬

লন্ডন ব্রিজে ছুরি হামলা, পুলিশের গুলিতে নিহত ১

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরি হামলায় কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ছুরিকাঘাতে কয়েকজন আহত হয়। পরে পুলিশের গুলিতে একজন নিহত হয়। খবর বিবিসি ও ডেইলি মেইলের

এর আগে ঘটনাস্থল থেকে বিবিসির এক প্রতিবেদক জানান, তিনি ব্রিজের ওপর কয়েকজনকে মারামারি করতে দেখেন। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গুলির শব্দ পাওয়া যায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, তারা লন্ডন ব্রিজে একটি 'ঘটনা'কে 'সন্ত্রাসী ঘটনা' হিসেবে মোকাবেলা করছেন। ঘটনাস্থলে কাছাকাছি থাকা লোকজনকে পুলিশের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা।

ঘটনাস্থল থেকে বিবিসির ওই প্রতিনিধি বলেন, 'কয়েক মিনিট আগে আমি লন্ডন ব্রিজের এক প্রান্ত থেকে হেঁটে অপর প্রান্তের দিকে যাচ্ছিলাম। সেখানে ব্রিজের অন্য প্রান্তে একটি মারামারি ঘটনা চোখে পড়ে, মনে হয়েছে- কয়েকজন মিলে একজনকে মারছে।'

লন্ডন পুলিশ জানায়, ছুরিকাঘাতের একটি ঘটনার খবর পেয়ে তারা স্থানীয় সময় বেলা ২টার দিকে ঘটনাস্থলে হাজির হন।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস একে 'বড় ঘটনা' হিসেবে ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের পরিবহন পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে কোনো ট্রেন থামছে না।

আপনার মন্তব্য

আলোচিত