সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৯ ০২:৩৪

লন্ডন ব্রিজ হামলায় আইএসের দায় স্বীকার

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার নিজেদের সংবাদ সংস্থা আমাক-এ জঙ্গি এই সংগঠনটি দাবি করে, তাদেরই এক সদস্য শুক্রবার লন্ডন ব্রিজে ওই হামলা চালায়। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।

শুক্রবার স্থানীয় সময় রাতে লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়। ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতে নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

আইএস জানায়, তাদের বিরুদ্ধে সামরিক জোট হিসেবে যুদ্ধ করায় যুক্তরাজ্যের ওপর প্রতিশোধমূলক এই হামলা চালিয়েছে তারা।

লন্ডন পুলিশ দাবি করেছে, শনিবার (৩০ নভেম্বর) স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা ২৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওসমান খানকে লন্ডন ব্রিজের হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে তারা। পুলিশ সূত্রে সে দেশের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করা ওসমানের কৈশোর কেটেছে পাকিস্তানে। কোনও প্রাতিষ্ঠানিক সনদ নেই তার। মা অসুস্থ হওয়ায় ওই সময় সে পাকিস্তানে অবস্থান করেন। পরে লন্ডনে ফিরে ইন্টারনেটে উগ্রবাদ প্রচারে নামে। পুলিশের দাবি, ওসমান আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী।

আপনার মন্তব্য

আলোচিত