আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২০ ১০:৩৪

৫ মাস পর কাশ্মিরে এসএমএস সেবা চালু

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের সময় গত আগস্টে বন্ধ করে দেওয়া মোবাইলের মেসেজ আদানপ্রদান (এসএমএস) সেবা মঙ্গলবার রাতে আবার সচলের অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এছাড়া ইংরেজি নতুন বছরের শুরু থেকে সেখানকার হাসপাতালগুলোতেও চালু করে দেওয়া হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে সাধারণ মানুষের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা।

এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিসেবা বন্ধ রাখা হয়। গ্রেপ্তার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে।

কেন্দ্র শাসিত কাশ্মির প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসএমএস সেবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান।

এর আগে সোমবার পাঁচ কাশ্মিরি নেতাকে মুক্তি দেওয়া হয়।

তবে এখনও বন্দি রয়েছেন ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির মতো প্রখ্যাত নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত