আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২০ ১৯:২১

আমেরিকানদের পেলেই শাস্তি

আমেরিকানদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। শনিবার (৪ জানুয়ারি) দেশটির বিপ্লবী বাহিনীর কমান্ডার জেনারেল গোলাম আলি আবু হামজা এই হুমকি দিয়েছেন।

শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ওই দিনই যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ জবাব’ দেওয়ার হুমকি দিয়েছিল ইরান।

দক্ষিণের কেরমান প্রদেশে বিপ্লবী বাহিনীর কমান্ডার জেনারেল গোলাম আলি বলেছেন, ‘হরমুজ প্রণালি পশ্চিমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপুল সংখ্যক ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজ ওই এলাকা অতিক্রম করে। এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বহু আগেই ইরান চিহ্নিত করে রেখেছে। তেল আবিবসহ ৩৫টি গুরুত্বপূর্ণ মার্কিন লক্ষ্যবস্তু আমাদের নাগালের মধ্যে রয়েছে’।

তিনি জানান, সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে ইরান। যেখানেই আমেরিকানদের পাওয়া যাবে সেখানেই তাদের শাস্তি দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত