আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২০ ১০:২০

কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানসহ নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। অপর নিহত সদস্য হলেন বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)।

মঙ্গলবার এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলওয়ামার খ্রেউ এলাকায় নিরাপত্তাবাহিনী কর্ডন করে তল্লাশী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ শুরু হয়। জঙ্গিরা একটি বাড়িতে আত্মগোপন করেছিল।

ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই নিহত হন এসপিও শাহবাজ আহমদ। আর বন্দুকযুদ্ধে আহত সেনা জওয়ানের মৃত্যু হয় পরে।

শেখ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল বলে জানিয়েছেন তিনি।

কাশ্মিরে গত দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুকযুদ্ধের ঘটনা। এর আগে সোমবার সোফিয়ান এলাকায় তিন জঙ্গী নিহতের কথা জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত