আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২০ ১২:১৩

আসামে বন্ধ হচ্ছে সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল

“সরকার ধর্মনিরপেক্ষ।” এই কারণ দেখিয়ে আসাম রাজ্যের সকল সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ছয় মাসের মধ্যে সেগুলিকে স্কুলে পরিণত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে আসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ধর্ম ও আধ্যাত্ম নিয়ে শিক্ষাপ্রদান করা কোনো ধর্মনিরপেক্ষ সরকারের কাজ নয়।’

উল্লেখ্য, ২০১৭ সালে মাদ্রাসা বোর্ড এবং সংস্কৃত টোল বোর্ড ভেঙে দিয়ে সেগুলিকে আসমে মাধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যু্ক্ত করে আসম সরকার। এ বার সেগুলিকে বন্ধের পথে হাঁটল তারা।
 
ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিশ্বশর্মা বলেন, ‘আমাদের ১ হাজাত ২০০ মাদ্রাসা এবং ২০০ সংস্কৃত টোল রয়েছে আসমে, তাদের চালানোর কোনো স্বাধীন বোর্ড নেই। অনেক সমস্যা হচ্ছে, কারণ, তারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের সমতূল শংসাপত্র পান। সেই জন্য সমস্ত মাদ্রাসা এবং সংস্কৃত টোল বোর্ডকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এই প্রসঙ্গে বিশ্বশর্মা আরও বলেন, ‘যেহেতু রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান, ফলে তারা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে পারে না। বেসরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল চলতে পারে, তবে নিয়মিত ভাবে সেখানে শিক্ষা চলছে কিনা, তা নজরদারি করতে আমরা নতুন আইন আনছি শীঘ্রই।’

আপনার মন্তব্য

আলোচিত