আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১২:২৪

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮৭৩

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৩ জনে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং সর্বশেষ ৯৮ জন মারা গেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মধ্যরাত পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৪৬ জন।

ভাইরাস ছড়ানোর কেন্দ্রস্থল হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০৭ জন, যাদের মধ্যে উহানের ১ হাজার ৬০০ জন। মৃত ৯৮ জনের ৯৩ জনই উহানের বাসিন্দা।

সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ১ হাজার ৭০১ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

করোনাভাইরাস মহামারী আকারে ধারণ করায় নিজেদের বাৎসরিক রাজনৈতিক বৈঠক স্থগিত করেছে চীন। আগামী মার্চে দেশটির সর্ববৃহৎ ওই রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিতের কথা ছিলো।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে এ মাসের শেষের দিকে আলোচনা করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত