আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:১৭

ভারতে ৩ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩ বিলিয়ন ডলারের সমরাস্ত্র কিনবে ভারত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারত সফরের দ্বিতীয় দিনে তিনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তান থেকেও সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র।

যৌথ সংবাদ সম্মেলন থেকে ট্রাম্প ও মোদি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। শীঘ্রই বাণিজ্য চুক্তি সই হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতে ফাইভ জি টেলিকম নেটওয়ার্ক স্থাপনের ব্যাপারেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

প্রসঙ্গত, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে প্রথমবারের মতো ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে ‘নামাস্তে, ট্রাম্প’ আয়োজনে অংশ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে ভারতের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার হিসেবে উল্লেখ করেন।

আপনার মন্তব্য

আলোচিত