সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ১৩:৪০

যেভাবে সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন


দেশের বাইরে যাওয়া, ইমিগ্রেশন কিংবা বিদেশে অবস্থানকালীন সময়ে ওয়ার্ক পারমিটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে।

তখন কী করবেন? কীভাবে পাবেন এটি। এরকম নানা চিন্তা করে যখন গলদঘর্ম হচ্ছেন? তখন সব টেনশন বাদ দিয়ে চলে আসুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ান স্টপ সার্ভিসে।

যেখানে আবেদন করার ০১ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক শরীফুদৌলার সাথে এ নিয়ে আলাপকালে তিনি বলেন “আমরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে থাকি সুন্দর সেবা দেওয়ার। এখানে খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে যাবতীয় করণীয় সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল।

কোথায় যাবেন: ডিএমপির সদর দপ্তরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেন্টারে সবসময় প্রস্তুত আছে একঝাঁক পুলিশ সদস্য। যারা এ সংক্রান্তে কাজগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকগণ পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরাসরি যোগাযোগ করুন। ডিএমপি সদর দপ্তর, কক্ষ নং-১০৯, হেল্প লাইন:- ০১১৯১-০০৬৬৪৪ এবং ০২-৭১২৪০০০।

প্রদেয় সেবা সমূহ:

  • ঢাকা মেট্রোপলিটন থানা এলাকার নাগরিকগণের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ০১ (এক) সপ্তাহের মধ্যে প্রদান করা হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ‘পররাষ্ট্র মন্ত্রণালয়’ কর্তৃক সত্যায়িত করে দেওয়া হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রার্থীর চাহিদা মতে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাসায় পৌঁছে দেওয়া হয়।
  • শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ০৯ টা হইতে বিকাল ০৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হলে যা করতে হবে:

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর সাদা কাগজে আবেদন পত্রের সাথে যা যা লাগবে-
পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (অবশ্যই ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারি চালান। চালানের কোড নাম্বার (১-২২০১-০০০১-২৬৮১)
পাসপোর্টের স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানা যে কোন একটি অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে হতে হবে এবং অবশ্যই ঐ ঠিকানায় অবস্থান করতে হবে।
যারা বিদেশে অবস্থান করছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের ফটোকপি সত্যায়িত থাকতে হবে।
মেশিনরিডেবল পাসপোর্টে (এম.আর.পি) যদি ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে, পাসপোর্টে যে স্থায়ী/বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ স্বরূপ স্থানীয় ওয়ার্ড কমিশনার এর সনদ পত্র /জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ পত্র এর ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে।

স্পেনে যাওয়ার জন্য যারা- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার আবেদন করবেন তারা সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ তাদের আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-০৩ এ দাখিল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর প্রদত্ত টোকেনটি ডেলিভারির দিন অবশ্যই নিয়ে আসতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর অত্র অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে।

যাদের পাসপোর্টে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ঠিকানা দেওয়া আছে তারা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর উল্লেখিত কাগজ পত্র সহ আবেদন করতে হবে।


(আবেদনের নমুনা কপি)
বরাবর
পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

বিষয়: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীর এই মর্মে আবেদন করিতেছি যে, আমি/ আমার ... ... ... ... ... ... ... ... ... ...
এর বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করার ... ... ... ... ... ... ... ... ... ... জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। আমি/আমার ... ... ... ... ... ... ... ... ... ...
এর পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরূপ নাম... ... ... ... ... ... ... ... ... ... পিতা/স্বামী ... ... ... ... ... ... ... ... ... ... ঠিকানা ... ... ... ... ... ... ... ... ... ...পাসপোর্টের নম্বর... ... ... ... ... ... ... ... ...
ইস্যুর তারিখ... ... ... ... ... ... ... ... ... ... মেয়াদ উত্তীর্ণের তারিখ... ... ... ... ... ... ... ... ... ... ..স্থান ... ... ... ... ... ... ... ... ... ...
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে মর্জি হয়।

তারিখ-
সংযুক্ত:
১। পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত)।
২। ব্যাংক চালানের মূলকপি।
বিনীত নিবেদক
... ... ... ... ... ... ... ... ... ...

ঠিকানা:-
ফোন নং.... ... ... ... ... ... ... ... ... ...
সূত্র : ডিএমপি নিউজ।

আপনার মন্তব্য

আলোচিত