চুলের যত্নে জবা ফুলের ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। চুল পড়া থেকে শুরু করে চুল ভেঙে যাওয়া প্রতিরোধে এটি ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়াতেও জবা ফুল ভূমিকা রাখে। দেখে নেন কিভাবে চুলের যত্নে জবা ফুল ব্যবহার করবেন।
- জবা ফুলের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ছেঁচে নিন। টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
- কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায় জবা ফুল। এজন্য পরিমাণ মতো পানির সঙ্গে জবা ফুল ব্লেন্ড করে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ৮টি জবা ফুল ও একটি পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- পানিতে ভিজিয়ে রাখা মেথির সঙ্গে কয়েকটি জবা ফুল পেস্ট করে নিন। টক দই মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হবে।
আপনার মন্তব্য