নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২০ ১৭:০৭

বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৩২০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

ছবি: পিআইডি

বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে ৩২০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) শেরেবাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সাথে বিনিময় নোট এবং বাংলাদেশস্থ জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইওহো হায়াকাওয়ার সাথে ঋণচুক্তি স্বাক্ষর করেন।

এ ঋণচুক্তির আওতায় জাপান সরকার ৩৫ হাজার মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৩২০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা প্রদান করবে। এর উদ্দেশ্য হলো কোভিড মহামারির কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক মন্দা উত্তরণে বাংলাদেশ সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে বাজেট সাপোর্ট প্রদান করা। এ ঋণের বাৎসরিক সুদের হার ০.০১ শতাংশ যা ৪ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরে পরিশোধযোগ্য।

এ ঋণের মাধ্যমে জাপান সরকার প্রথমবারের মত বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা প্রদান করছে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। দ্বি-পাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে জাপান সরকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়ন খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে জুন ২০২০ পর্যন্ত ১৪ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।

আপনার মন্তব্য

আলোচিত